প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ঈদে মেহজাবীন অভিনীতি ‘ঘটনা সত্য’ নাটকটি বিদ্বেষপূর্ণ সংলাপের কারণে বিতর্কের মুখে পড়ে। এ নিয়ে মেহজাবীনও সমালোচিত হন। তবে মেহজাবীন তার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, অনিচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে আর ঘটবে না। পাশাপাশি এ কথাও বলেছেন, আমাদের নাটক এখন আর প্রিভিউ হয় না। যদি প্রিভিউ হতো তাহলে এ ধরনের ঘটনা ঘটত না। আমি আশা করব, আগামীতে কর্তৃপক্ষ নাটক প্রিভিউ করে চ্যানেলে বা ইউটিউবে প্রচার করবে। তবে নাট্যবোদ্ধারা বলছেন, যেকোনো নাটক বা চরিত্রে অভিনয়ের আগে অভিনেতা-অভিনেত্রীদের দায়িত্বশীল হতে হয়। সমাজ ও সংস্কৃতির বিরুদ্ধে যায়, এ বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। এদিকে তাদের খেয়াল রাখা জরুরী। নাটকের স্ক্রিপ্ট ও চরিত্র দেখে আগে থেকেই সিদ্ধান্ত নেয়ার বোধ-বিবেচনা থাকতে হবে। অভিনয় শেষে সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করা অবিবেচকের কাজ। কারণ, ততক্ষণে তার নেতিবাচক প্রভাব পড়ে যায়। তখন দুঃখ প্রকাশ করেও তার প্রতিকার করা যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।