প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুই বছর আগে সেবামূলক হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি। তারপর থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য দেশের বিভিন্ন স্থানে নানা কার্যক্রম পরিচালনা করছেন তার ভক্তরা। এ ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মেহজাবিন। সম্প্রতি রাজধানীর উত্তরা, চট্টগ্রামের সিআরবি, বগুড়া রেলস্টেশন, ফেনী রেলস্টেশন, নড়াইল নতুন বাস টার্মিনাল ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে প্রায় ৬০০ পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি। সংগঠনটির সহ-সভাপতি জয় বিশ্বাস বলেন, ২০১৮ সালে রমজানে ঢাকায় গরিব-দুঃখীদের মাঝে আমরা বস্ত্র বিতরণ করি। এটি আমাদের প্রথম কার্যক্রম ছিল। তারপর বেশকিছু এতিমখানায় ইফতার ও খাবার বিতরণ করেছিলাম। এরপর থেকে পথশিশুদের জন্য প্রতি ঈদে জামা-কাপড় কিনে দেওয়া ও তাদের চিকিৎসায় সহযোগিতা করাসহ নানাভাবে কাজ করে যাচ্ছি।
ছবিঃ মেহজাবীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।