প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নামে কে বা কারা একাধিক আইডি খুলে আর্থিক সাহায্য চাইছে। এ নিয়ে মেহজাবীন বেশ বিব্রত হচ্ছেন। তিনি জানান, ফেসবুকে মেহজাবিন দিয়ে সার্চ করলে তার নামে অসংখ্য ভ‚য়া আইডি ও পেজ চলে আসে। এর মধ্যে মাত্র একটি আইডি তার। বাকীগুলো ফেইক। এ বিষয়ে তিনি তার ভক্তদের সতর্ক ও সাবধান থাকার আহবান জানিয়েছেন। তিনি জানান, আমার ফেসবুক আইডি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফায়েড। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি। এছাড়া একটি ফ্যান পেজ রয়েছে সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো ফলোয়ার্স। শুধুমাত্র এই দুটো তিনি নিয়ন্ত্রণ করেন। এছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে সবগুলোই ভ‚য়া। এসব ভুয়া আইডি ও পেজের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, এসব ভুয়া আইডি ব্যবহারকারীরা আমার নামে নকল ও ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। এদের থেকে সাবধান থাকতে আমি সবাইকে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন ম্যাসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।