Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপাতত ক্যারিয়ার নিয়েই ভাবছি-মেহজাবীন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

নির্মাতা আদনান আল রাজীবের সাথে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সম্পর্ক এবং বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জণ চলছে। সম্প্রতি ফেসবুকে রাজীব মেহজাবীনের সাথে একটি ছবি পোস্ট করেন। এরপর থেকে তাদের নিয়ে পুরণো গুঞ্জণ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে। প্রশ্ন উঠে তবে কি তারা বিয়ে করেছেন? কক্সবাজারের হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তাদের রোমান্টিক ছবি দেখে অনেকের মধ্যে এ প্রশ্ন জেগেছে। তবে প্রেম-বিয়ে নিয়ে নানা সময়ে গুঞ্জণ উঠলেও এ নিয়ে মেহজাবীন কখনোই প্রতিবাদ করেননি। এ থেকে ধরে নেয়া হয়, রাজীব ও তার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এ বিষয়ে মেহজাবিন চৌধুরী একটি গণমাধ্যমকে বলেছেন, আপাত এই বিষয় নিয়ে এখনো ভাবছি না। তবে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা ঘটলে ইনশাআল্লাহ সবাইকে জানাবো। আপাতত আমি আমার অভিনয় আর ক্যারিয়ার নিয়েই ভাবছি। মেহজাবীন এ কথার মাধ্যমে রাজীবের সাথে তার সম্পর্কের বিষয়টি অস্বীকার না করলেও, তার এ থেকে স্পষ্ট হয় বিয়ে না হলেও রাজীবের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেহজাবীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ