প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী-মডেল মেহজাবীনের প্রেম-বিয়ের গুঞ্জণ শোনা যাচ্ছে। সম্প্রতি তিনি একটি চা-এর বিজ্ঞাপনে লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তাকে নিয়ে গুঞ্জণের জবাব দিয়েছেন। তিনি বলেন, বিয়ের খবর বা গুজব শোনা যাবে কেন! আমি বিয়ে করলে সবাই জানবে। এটা তো এমন বিষয় না যে কঠোর গোপনীয়তায় খবরটা সিন্দুকের ভেতর তালা মেরে রেখে দিয়েছিলাম আর কেউ একজন সেটা দেখে ফেলেছে! জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে। এটা নিয়ে লুকোচুরি করতে যাব কেন? নির্মাতা আদনান আল রাজীবের নাম কিভাবে যুক্ত হয়ে গেল? এমন প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, বিয়ে যেহেতু করিনি, তাই আমার সঙ্গে কারো নাম যুক্ত হতেই পারে না। যদি কেউ যুক্ত করে সংবাদ প্রচার করে, সেটাকে অবশ্যই গুজব বলে বিবেচনা করবেন। আমার ভক্তদের জানাতে চাই, বিয়ে করলে অবশ্যই ঘোষণা দিয়ে করব, আপনারা কানকথা শুনবেন না। উল্লেখ্য, বেঙ্গল টির বিজ্ঞাপনচিত্রের শূটিংয়ে লন্ডন গিয়েছিলেন মেহজাবীন। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। মেহজাবীন বলেন, ফারুকী ভাই খুবই পরিশীলিত কাজ করতে পছন্দ করেন। তিনি লন্ডনের বৈচিত্রময় স্থানগুলো খুঁজে বের করেছেন। টানা তিন দিন শূটিং করেছি। এক বিদেশি নারী ও আমাকে নিয়ে গল্প। গল্পের নায়িকা আমি। এদিকে দেশে ফিরেই মেহজাবীন ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের নাটকের শূটিংয়ে। এবারের ঈদেও তার ১২-১৩টা নাটক প্রচার হতে পারে বলে জানান মেহজাবীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।