Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেউ আমার সম্মান নষ্ট করবে তা আমি মেনে নেব না-অরুণা বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

চলচ্চিত্র শিল্পী ও নির্মাতাদের অনেকের মধ্যে পরস্পরের প্রতি পরস্পরের নেতিবাচক মন্তব্য করার প্রবণতা রয়েছে। এ প্রবণতায় এবার যুক্ত হয়েছেন মালেক আফসারি। তিনি তার অফিসিয়াল ইউটিব চ্যানেলে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে আলোচনা-সমালোচনা থাকে। তবে মাঝে মাঝে বেফাঁস মন্তব্যও করেন। এই বেফাঁস মন্তব্যের জেরে চিত্রনায়িকা নির্মাতা অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এই অভিযোগ তুলে মালেক আফসারির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অরুণা বিশ্বাস। গত ৭ মার্চ রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেছেন। এছাড়া মালেক আফসারীর বিরুদ্ধে মানহানি ও আইসিটি অ্যাক্টে পৃথক দুটি মামলা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। অরুণা বলেন, আমি গত সোমবার ইউটিউবে মালেক আফসারীর একটি ভিডিও দেখলাম। সেখানে আমাদের শ্রদ্ধেয় সুচরিতা ম্যাডামকে আক্রমণ করে অনেক বাজে বাজে কথা বলেছেন তিনি। সুচরিতা ম্যাডামের প্রসঙ্গ শেষ হতেই আমাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলতে থাকেন। আমাকে ইঙ্গিতপূর্ণ এবং কুরুচিপূর্ণ কথা বলেছেন বলে মনে হয়েছে আমার কাছে। আমি কেন সেন্সর বোর্ডের সদস্য হলাম, আমি কীভাবে অনুদান পেলাম, কীভাবে বিচারক হই, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অরুণা বলেন, মালেক আফসারী একজন জ্যেষ্ঠ পরিচালক। তার সিনেমায় আমি কাজ করেছি। তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন তা বোধগম্য নয়। আমি খুবই অবাক হয়েছি। আমি মনে করি, এতে আমার সামাজিক ভাবমর্যাদা নষ্ট হয়েছে, আমার পরিবারেরও ভাবমর্যাদা নষ্ট হয়েছে। তিনি বলেন, আমি দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। কেবল আমি না, আমার মা-বাবা সবাই এই শিল্পী সংস্কৃতির মাধ্যমে এই দেশকে সেবা করেছে। তিনি বলেন, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব এবং আইসিটি অ্যাক্টেও মামলা করব। কারণ, এটা বারাবারি পর্যায়ে চলে যাচ্ছে। সবাই এখন ব্যক্তিগত আক্রমণ করছে। আমার একটা পারিবারিক পরিচয় রয়েছে। আমার মা-বাবা দুজনই একুশে পদকপ্রাপ্ত। আমিও দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সততার সঙ্গে সম্মান নিয়ে কাজ করছি। কেউ আমার সম্মান নষ্ট করবে তা আমি মেনে নেব না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুণা বিশ্বাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ