প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিনেমার চরম মন্দাবস্থা চললেও সস্তা সিনেমার কিছু সস্তা নায়িকার বিলাসবহুল জীবনযাপন নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। দুয়েকটি সিনেমা করেই নায়িকা লেবেল এঁটে অনেকে কোটি টাকার গাড়িতে চড়ে, দামী ফ্ল্যাটে বসবাস করে। সম্প্রতি বোটক্লাব কেলেঙ্কারিতে চিত্রনায়িকা পরীমনি জড়ানোর পর তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে চলচ্চিত্রাঙ্গণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। এ প্রশ্নে শামিল হয়েছেন, চলচ্চিত্রাঙ্গণে স্পষ্টবাদী হিসেবে পরিচিত দর্শকপ্রিয় অভিনেত্রী-নির্মাতা এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস। তিনি সার্বিকভাবে প্রশ্ন তুলে বলেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি-চার কোটি টাকার বাড়ি কেনে? কত টাকা ইনকাম করলে মাসে দুইবার সিঙ্গাপুর যায়? একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে এসব প্রশ্ন তুলেছেন তিনি। তার এই সাক্ষাৎকার ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অরুণা বলেন, যে প্রশ্ন সাংবাদিকদের করা উচিত ছিল, যে বিষয়টি দুদকের করা উচিত ছিল সেটা আজ তাকে করতে হলো। তিনি বলেন, বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক, কই শাকিব তো এমন শো অফ করতে পারে না। তিনি নায়িকাদের পার্টি প্রসঙ্গে বলেন, আমার পার্টি মানে কিন্তু ক্লাব-টালাব না। আমার পার্টি মানে, রাতে বাইরে যাওয়া না। আমার পার্টি হলো ঘরে। আমার পার্টি হলো ভাত, মাছ, পোলাও, মাংস, ঘরে আড্ডা মারা- এই পর্যন্তই। আমি ক্লাবে যাই না। আমি ক্লাব চিনিও না। হয়তো প্রফেশনাল কারণে যাই। সিনেমার কোনো প্রোগ্রাম আয়োজন করা হলে যাই। কিন্তু মাথায় ক্লাব থাকে না। অরুণা আরও বলেন, আজকে শিল্পীদের নিয়ে কথা উঠছে। কিন্তু কেন কথা উঠছে? আগে কেন কথা ওঠে নাই? একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। আমি বলছি, ১০-১২টা সিনেমা করার পর আমাকে একটা গাড়ি কিনতে হয়েছে। তা-ও অনেক কম দামে, অনেক ঝক্কি-ঝামেলা পোহানোর পরে। তিনি বলেন, অনেকেই বলতে পারে আমি জেলাস। হ্যাঁ, আমি জেলাস। যে মেয়েকে আমি দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকতে, সেই মেয়ে যখন কদিন পরে ছয় তালা বাড়ির মালিক হয়ে যায়, প্রতিদিন সিঙ্গাপুরে যায়, এসব দেখে কি সামাজিকভাবে কারো মনে প্রশ্ন আসে না? এই দায়ভার সব শিল্পীর ওপর কেন আসবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।