Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো সিনেমায় প্লে-ব্যাক করলেন অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

প্রথমবারের মতো প্লেব্যাক করলেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। তার নিজের পরিচালনাধীন সিনেমা ‘অসম্ভব’-এ প্লে-ব্যাক করেছেন। গানের শিরোনাম ‘ও শাড়ি’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি। অরুণা জানান, পর্দায় তার নিজের লিপেই গানটি দর্শক দেখতে পাবেন। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুনা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ শরীফ খান, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূর’সহ আরো অনেকে। অরুণা বিশ্বাস বলেন, ভাল লাগছে সিনেমার শুটিং শেষ করতে পেরে। ক্যামেরা ক্লোজ হবার পর মনে হলো কাজটি করতে পেরেছি। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনরকম ঝামেলা ছাড়া সিনেমাটির শুটিং শেষ করতে পেরেছি। প্রত্যেক শিল্পী আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর সিনেমায় আসলে অনেকটাই হুট করেই গাওয়া। সিনেমাটির সবার আগ্রহে মূলত প্লে-ব্যাক করেছি। জীবনে এমন সুযোগ আর নাও আসতে পারে। মনে হয়েছে, আমার সিনেমায় নিজের গাওয়া একটি গান থেকে যাক। উল্লেখ্য, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে নায়িকা হিসেবে অরুনা বিশ্বাস অভিষেক হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুণা বিশ্বাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ