প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘অসম্ভব’ নামে সিনেমার মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়েছে। গতকাল থেকে মানিকগঞ্জের জাবরা গ্রামে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিং শুরুর আগে অরুনা বিশ্বাস তার চলচ্চিত্রের গুরু মরহুম নায়করাজ রাজ্জাকের গুলশানের বাড়িতে যান। তিনি তার স্ত্রী, সন্তান, নাতি, নাতনীদের সাথে সাক্ষাৎ করে দোয়া চান। সেখানে গিয়ে অরুণ এক আবেগঘন পরিবেশের মুখোমুখি হন। নায়ক রাজের স্ত্রী খায়রুন্নেসা তাকে বুকে আগলে নেন এবং তার প্রথম পরিচালিত সিনেমার জন্য দোয়া করেন। অরুণা বিশ্বাস বলেন, ‘আমি আমার গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম সিনেমার কাজটা শুরু করতে চেয়েছি। সেখানে অনেকটা সময় কাটিয়ে আমার বুকের ভেতর যেমন গুরু নায়করাজের জন্য যেমন হাহাকার করে উঠছিলো, তেমনি মনটাও ভরে গিয়েছিলো। সিনেমাটি শুরুর আগে তার পরিবারের কাছে যেতে পেরেছি। পাশাপাশি আমি শ্রদ্ধেয় আলমীগর ভাই, সুবর্ণা আপাকে ফোন করেছিলাম। তারা আমাকে আশীর্বাদ করেছেন। অরুণা বিশ্বাস জানান, টানা দশ দিন মানিকগঞ্জে সিনেমাটির শুটিং হবে। সিনেমার গল্প লিখেছেন প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতা সউদ। সিনেমাটোগ্রফার হিসেবে থাকবেন পনির। উল্লেখ্য, ১৯৮৬ সালের ৬ জুন নায়করাজ রাজ্জাক পরিচালিত অরুণা বিশ্বাসের প্রথম সিনেমা ‘চাপা ডাঙ্গার বউ’ মুক্তি পায়। তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। এরপর তিনি ‘দুর্নাম’,‘সম্মান’,‘ কৈফিয়ত’, ‘দংশন’,‘ চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’,‘প্রেম শক্তি’সহ আরো বহু সিনেমায় অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।