Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিনয় নির্মাণ ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত অরুণা বিশ্বাস

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন গুণী অভিনেত্রী অরুনা বিশ্বাস। নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট তিনি। অরুনা বিশ্বাস সর্বশেষ নির্মাণ করেছেন যৌতুক বিরোধী নাটক ‘রেবা’। এটি রচনা করেছেন মান্নান হীরা। স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় নাটকটি শিগগিরই প্রচার হবে বলে জানান অরুণা। এদিকে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন অরুনা বিশ্বাস। যারমধ্যে এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সন্দী’, এসএটিভিতে উচ্ছ¡াস পরিচালিত ‘পরম্পরা’, এটিএন বাংলায় ফজলুর রহমানের ‘জীবনের অলিগলি’। এছাড়া নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে শাহীন রিজভীর ‘নীল দাঁড় কাক’ ও বি ইউ শুভ’র ‘লাইফ ইন এ মেট্রো’। অরুণা বিশ্বাস বলেন, ‘বর্তমানে আমার ব্যস্ততা নিয়ে খুবই সন্তুষ্ট। যে সকল পরিচালক আমাকে তাদের নাটকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ভালোলাগা এখানেই যে তাদের কাজের সাথে আমাকে সম্পৃক্ত রাখছেন। একজন শিল্পী হিসেবে মূল্যায়ন করে আমাকে কাজে নিচ্ছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমার কাজ দিয়েই দর্শকের মাঝে বেঁচে থাকতে চাই।’ এদিকে হাসান শিকদারের নির্দেশনায় অরুণা শেষ করেছেন ভাষা আন্দোলন বিষয়ক বিশেষ নাটক ‘নিঃশব্দ সৈনিক’। এটি আসছে ফেব্রæয়ারিতে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। পাশাপাশি অরুণা বিশ্বাস চাষী নজরুল ইসলামের সহকারী তারেক’র একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। এদিকে বিটিভিতে প্রতিমাসে একটি শুক্রবারে সকাল ১০.৩০ মিনিটে প্রচার হচ্ছে অরুণার নির্দেশনায় ‘যাত্রা’। পাশাপাশি বাংলাভিশনে প্রতি শুক্রবার সকাল ১১.০৫ মিনিটে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রান্না ঘর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয় নির্মাণ ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত অরুণা বিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ