Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন অরুণা বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও নাটকে অভিনয় করেছেন। নাটকও নির্মাণ করেছেন। তবে কখনো সিনেমা নির্মাণ করেননি। এবার তিনি সিনেমা নির্মাণ করছেন। এজন্য প্রস্তুতি শুরু করেছেন। তার পরিচালনাধীন প্রথম সিনেমা সরকারী অনুদানপ্রাপ্ত ‘অসম্ভব’। অরুনা বিশ্বাস জানান, এখন সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ চলছে। অভিনয়ের জন্য অনেকেই চূড়ান্ত করা হয়েছে। নায়ক-নায়িকা’র সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করা হয়েছে। এ মাসের শেষের দিকে শিল্পী নির্বাচন চূড়ান্ত করবেন। অরুণা বিশ্বাস বলেন, ‘যেহেতু ‘অসম্ভব’ আমার অনেক স্বপ্নের একটি সিনেমা। তাই শিল্পী নির্বাচনের ক্ষেত্রে একটু বুঝে শুনে এগুচ্ছি। তাছাড়া চলচ্চিত্রে আমার দীর্ঘদিনের পথচলার একটা অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে আমি দর্শকের কথা মাথায় রেখেই গল্পে এবং চরিত্রের সাথে মানানসই হয় এমন শিল্পীই নির্বাচনের চেষ্টা করছি। আশা করছি, সবার সহযোগিতায় আমার স্বপ্নের সিনেমাটি নির্মাণ করতে পারবো।’ সিনেমাটির গল্প প্রসূন বিশ্বাস মিঠুর এবং চিত্রনাট্য রচনা করেছেন মুজতবা সউদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অরুণা বিশ্বাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ