Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বক্সিং নির্বাচন নিয়ে নয়-ছয়!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসে এই ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বক্সিং সংশ্লিষ্টদের অভিযোগ, চলতি মাসেই নির্বাচন আয়োজন করতে চাইছে বর্তমান কমিটি। এছাড়া নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়েও নয়-ছয়ের অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেয়াদ ফুরনোর আগেই তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করতে চাইছে বর্তমান কমিটি। যা নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে। তাদের মতে, তড়িঘড়ি না করে সব দিক গুছিয়ে এক মাস পর নির্বাচন আয়োজন করলে কোন ক্ষতি হবে না। এছাড়া নির্বাচনকে সামনে রেখে নিজের পছন্দের ব্যাক্তিদের কাউন্সিলরশিপ দিচ্ছেন বর্তমান কমিটির শীর্ষ এক কর্মকর্তা- এই অভিযোগ বক্সিংয়ের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সংগঠকের। তারা এ ব্যাপারে ফেডারেশন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে বক্সিং ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন,‘এপ্রিল মাস পুরোটাই রমজান থাকবে। তাই আমরা আগে ভাগেই নির্বাচনের আয়োজন করতে চাই। এতে কারো আপত্তি থাকার কথা নয়।’ কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের ভিত্তিতে তুহিন বলেন, ‘আমাদের সবকিছুই ওপেন রয়েছে। সুবিধা আদায়ের জন্য কাউন্সিলরদের উপর কেউ প্রভাব খাটাচ্ছেন না। তাছাড়া কারো পছন্দের ব্যাক্তিকে কাউন্সিলরশিপ দেয়ার প্রশ্নই ওঠে না। কোথাও কোন সমস্যা হলে দায়িত্বশীলরা তা দেখতে পারেন।’ এ প্রসঙ্গে বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান গতকাল বলেন, ‘নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, এটা জানি। তবে এ ব্যাপারে বর্তমান দায়িত্বশীলরা আমাকে এখনো কিছু জানাননি। স্বচ্ছ¡তার ভিত্তিতে আগে কাউন্সিলরশিপ চূড়ান্ত হোক, তারপর নির্বাচন নিয়ে কথা বলা যাবে। আশাকরি সবার অংশগ্রহণে বক্সিংয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং

২৭ ডিসেম্বর, ২০১৮
৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ