Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিং প্রতিভা বাছাই

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে দেশব্যাপী চলছে বক্সিং প্রতিভা বাছাই কার্যক্রম। এই কার্যক্রমে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা থেকে বিভাগীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে আটজন করে বালক ও বালিকা। নয় দিনব্যাপী বাছাই কার্যক্রম শেষে চূড়ান্তভাবে বাছাইকৃতরা হলেন- বালক বিভাগে শাহজালাল আল সাগর, জাহিদ হোসেন, মাসুম বিল্লাহ, মজনু, হোসাইন আলী, ইয়াসিন আরাফাত, হাসানুজ্জামান ও আল মামুন ইসলাম এবং বালিকা বিভাগে আফরা খন্দকার, রাবেয়া ইসলাম তিথি, খাদিজা খাতুন, সুমাইয়া সুলতানা, সোহানা খাতুন, হোসনে আরা খাতুন ও আফরিন সুলতানা। বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ শেষে দু’জন করে বালক ও বালিকাদের জাতীয় পর্যায়ের জন্য টোকেন দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং প্রতিভা বাছাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ