Inqilab Logo

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ৯:০১ পিএম | আপডেট : ৯:০৫ পিএম, ৮ মার্চ, ২০১৯

প্রায় চারশ’ ক্ষুদে বক্সারদের অংশগ্রহনে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় বালক ও বালিকা জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ। শুক্রবার পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম দিন বালক ও বালিকা বিভাগে ১৫টি ইভেন্টে প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এ সময় সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, আনসারের ক্রীড়া অফিসার রায়হান ফকির ও ওয়ালটনের প্রতিনিধি এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত থাকবেন। জাতীয় জুনিয়র বক্সিংয়ে বালক বিভাগে ৯টি ও বালিকা বিভাগে ৬টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন, ‘বক্সিংকে ঢেলে সাজাতে হবে। জাতীয় দলে পাইপলাইন সরবরাহ করতে নতুন বক্সারদের তৈরী করতে হবে। বিভিন্ন সার্ভিসেস দল ও বিভাগ থেকে আসা ক্ষুদে বক্সারদের মধ্য থেকে নির্বাচিতদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তৈরী করবো আমরা।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় জুনিয়র বক্সিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ