Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাজ তৈরীর কাজে বক্সিং ফেডারেশন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৩ পিএম

আন্তর্জাতিক যে কোন আসরে জাজদের পক্ষপাতিত্বের শিকার হন বাংলাদেশের বক্সাররা। যে কারণে স্বর্ণ জয়ের কাছ থেকে ফিরে আসতে হয় তাদের। যেমন হয়েছিল সদ্য সমাপ্ত নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে। কাঠমান্ডুতে রিংয়ে ভালো খেলেও স্বর্ণপদক থেকে বঞ্চিত হন বাংলাদেশের বক্সার রবিন মিয়া। ভারতের বক্সার সচিনের বিপক্ষে পয়েন্টে এগিয়ে থাকলেও অন্যদেশের জাজদের পক্ষপাতিত্বের শিকার হন তিনি। জাজ প্যানেলে বাংলাদেশের কেউ ছিলেন না বলেই রবিনকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদি গেমসের জাজ প্যানেলে বাংলাদেশের কোন প্রতিনিধি থাকতেন তাহলে হয়তো অন্য জাজরা রবিনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার সুযোগ পেতেন না। এ উপলব্ধি শুধু রবিনেরই নন, স্বয়ং বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনেরও। তবে এবার সেই হতাশা কাটিয়ে উঠবে বলে জানান তুহিন। সহসাই বাংলাদেশ বক্সিং ফেডারেশন আন্তর্জাতিক মানের জাজ তৈরীর কাজে নেমে পড়ছে।

তুহিন বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের জাজ তৈরী করবো। যাতে ভবিষ্যতে কোন গেমসে আমাদের বক্সাররা পক্ষপাতিত্বের শিকার না হন।’

শুধু নেপাল এসএ গেমসই নয়, ২০১০ সালে ঢাকা এসএ গেমসেও ঘরের মাঠে স্বাগতিকদের কোন জাজ ছিলেন না।

বিস্বস্ত সুত্রে জানা গেছে, ফেডারেশন অব এশিয়া বক্সিংয়ের তত্বাবধানে (ফাব) কোর্স করা তিনজন জাজ ছিলেন বাংলাদেশে। এরা হলেন- একেএম আসাদুল্লাহ, লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান ও এমএ কুদ্দুস খান। তিনজনই বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। প্রথম দু’জন অবসরে গেছেন। তাই এখন আর জাজ থাকতে পারেন না তারা। তৃতীয়জন ফেডারেশনে আসেন না। তাই দেশে বক্সিং জাজের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক কোন বক্সিং আসরেই জাজ বাংলাদেশের থাকেন না। ফলে অহরহ পক্ষপাতিত্বের শিকার হন বাংলাদেশের বক্সাররা। এই সংকট কাটাতেই এবার নতুন করে আন্তর্জাতিক মানের জাজ তৈরীর কাজে নেমেছে বক্সিং ফেডারেশন।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক তুহিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করছি। সেখান থেকেই শুরু হবে আমাদের আন্তর্জাতিক মানের জাজ তৈরীর কার্যক্রম। আগামী তিন বছরের মধ্যে আমরা দু’জন করে জাজ ও রেফারি তৈরী করবো। যাতে আগামী এসএ গেমসে কেবল জাজের জন্য আর পদক হাতছাড়া করতে না হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং

২৭ ডিসেম্বর, ২০১৮
৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ