Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বৃহস্পতিবার

উত্তর প্রদেশে সপ্তম ও শেষ দফার ভোট কাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০১ এএম

ফেব্রুয়ারি মাস থেকেই ভারতের পাঁচ রাজ্যে শুরু হয়েছিল ভোটযুদ্ধ। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন ঘিরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। বাকি রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেও উত্তর প্রদেশে শেষ এক দফার ভোট গ্রহণ বাকি। হবে আগামীকাল সোমবার। মণিপুরে গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ নির্বাচনের পথই আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের হাওয়া কোনদিকে বইবে, তার ইঙ্গিত দেবে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। অন্যদিকে, পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। একদিকে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোতে যেমন ক্ষমতা ধরে রাখার লড়াই চালাচ্ছে বিজেপি, তেমনই পাঞ্জাবেও কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির।

নির্বাচন কমিশনের তরফে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অবধি যাবতীয় এক্সিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৭ মার্চ সন্ধ্যে ৬টার পর থেকে এক্সিট পোল প্রকাশ করা যাবে।
বুথ ফেরত সমীক্ষা কী?
নির্বাচনের আগে যেমন কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, তার পূর্বাভাস দেওয়া হয়, একইভাবে ভোটগ্রহণ প্রক্রিয় শেষের পরও ভোটারদের মতামত গ্রহণ করে আগাম ফলের পূর্বাভাস দেওয়া হয়। নির্বাচনের আগে ভোটের ফলাফলের পূর্বাভাসকে জনমত সমীক্ষা বলে এবং ভোট পরবর্তী সমীক্ষাকে বুথ ফেরত সমীক্ষা বলা হয়। বুথ ফেরত সমীক্ষার প্রধান লক্ষ্যই হল ভোটারদের কাছ থেকে তাদের মতামত সংগ্রহ করে মোট জনমতের হিসাব করা এবং তার ভিত্তিতে কোন দল জয়ী হতে পারে, তার পূর্বাভাস দেওয়া।

৫ রাজ্যের নির্বাচনের বিস্তারিত তথ্য :
উত্তর প্রদেশ- উত্তর প্রদেশে মোট আসন সংখ্যা ৪০৩। উত্তর প্রদেশে মোট ভোটারের সংখ্যা ১৫ কোটি ৫ লাখ ৮২ হাজার ৭৫০। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে মোট বুথের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৫১।
পাঞ্জাব- পাঞ্জাবে মোট আসন সংখ্যা ১১৭। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যাা ২ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৭৬৪। বিধানসভা নির্বাচনে মোট বুথের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৮৯।

উত্তরাখণ্ড- উত্তরাখণ্ডে মোট আসন সংখ্যা ৭০। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উত্তরাখণ্ডে মোট ভোটারের সংখ্যা ৮২ লাখ ৩৮ হাজার ১৮৭। রাজ্যে মোট বুথের সংখ্যা ছিল ১১ হাজার ৬৪৭।
মণিপুর- মণিপুরে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। মোট ভোটারের সংখ্যা ২০ লাখ ৫৬ হাজার ৯০১। মোট বুথের সংখ্যা ২৯৫৯।
গোয়া- গোয়ায় মোট আসনসংখ্যা ৪০। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার ৭৬২। সূত্র : টিভি৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ