বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কখনো আধ্যাত্মিক চিকিৎসক, আবার কখনো ভন্ড পাগল পরিচয়ে অবস্থান করছিলেন দেশের বিভিন্ন স্থানে। তবুও শেষ রক্ষা হলো না দীর্ঘ ২৫ বছর আগের একটি মামলার আসামী নিজাম উদ্দিনের (৬৮)। নারায়ণগঞ্জের বন্দর থানায় প্রতারণার দায়ে একটি মামলা হয় নিজামে বিরুদ্ধে ১৯৯৭ সালে। সেই মামলায় তৎকালীন নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলাম ২০০৬ সালের ২১ মে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড দেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলো নিজাম। রায় ঘোষণার দীর্ঘ ষোল বছর পর বুধবার (২মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আইলামুদ্দিন ইউনিয়নের পোলবাসুনদো গ্রাম থেকে আটক করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানায়, দীর্ঘ ২৫ বছর আগে (১৯৯৭ সালে) প্রতারণার অভযোগ এনে নিজামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই নিজাম পলাতক ছিলেন। দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকার পর অবস্থান নেয় তার শশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। সেখানে সে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দিয়ে কবিরাজি করে আসছিলো। মামলাটি বন্দর থানায় হলেও ওই সময় তার বাসস্থানের ঠিকানা ছিলো সিদ্ধিরগঞ্জে। তাই মামলার ওয়ারেন্টটি সিদ্ধিরগঞ্জ থানায় ছিলো। দীর্ঘদিন এই ওয়ারেন্টটি তামিল না হওয়ায় এর বিষয়ে আমরা অনুসন্ধান শুরু করি। বিভিন্ন মাধ্যমে তার খোঁজ জানার চেষ্টা করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার অবস্থান জানতে সক্ষম হই। জানতে পারি সে তার শশুরবাড়ি চুয়াডাঙ্গার আলম ডাঙ্গায় ছদ্মবেশ ধারণ করে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক কবিরাজি চিকিসার নামে পুনরায় প্রতারণা করে আসছে। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে আটক করতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম সেখানে যায় এবং তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে বুধবার (২মার্চ) রাতে থানায় নিয়ে আসে। রায় ঘোষণার দীর্ঘ ষোল বছর পর আমরা সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী নিজাম উদ্দিনকে আটক করতে সক্ষম হই। আটকৃত আসামী নিজামকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।