বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় মোটরসাইকেলের সাথে বালুর ট্রাকে ধাক্কার ঘটনায় স্থানীয় কাউন্সিলরের কর্মী সমর্থকরা ট্রাক চালক সমিতির অফিসে হামলা চালিয়েছে। এ সময় এক শ্রমিক নেতা, একজন ট্রাক ড্রাইভারসহ তিনজনকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল চালক স্থানীয় ঐ যুবকের সহযোগীরা। সোমবার রাত ১০টার দিকে সিএন্ডবি বালুরটাল এলাকায় এই ঘটনা ঘটে। আহত চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও-বোয়ালখালী শাখার যুগ্ম সম্পাদক বখতিয়ার হোসেন ও ড্রাইভার শহীদুল্লাহকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সমিতি কার্যালয়ে হামলার ঘটনায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রাত ১০টা থেকে কাপ্তাই রাস্তার মাথার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন চান্দগাঁও-বোয়ালখালী শাখার সহসভাপতি আবদুল হান্নান এবং যুগ্ম সম্পাদক মো. জহির উদ্দিন জানান, রাত ৮টার দিকে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল উল্টো দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সাথে আমাদের এক বালুর ট্রাকের সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেল চালক স্থানীয় কাউন্সিলর এসরালের সহযোগী। এ সময় মোটরসাইকেল চালক ও তার সহযোগীরা আমাদের ড্রাইভারকে মারধর করে। বিষয়টি সমাধানের জন্য সমিতির অফিসে বৈঠকে বসলে সেখানে অতর্কিত হামলা চালানো হয়। তিনজনকে ছুরিকাঘাত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।