Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইউপি সদস্যের ভাই খুনের ঘটনায় পরাজিত প্রার্থী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১:০২ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করে জয়ী প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা মামলায় আসামি আজগর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আজগর আলী উপজেলার বগাবিল এলাকার মৃত নবীর হোসেনের ছেলে। সোমবার নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, নিহত ইউসুফ আলী রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. তৈয়বের ভাই। গত ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া থানাধীন ১ নম্বর রাজানগরের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ নম্বর বগাবিল ইউনিয়নের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন বর্তমান মেম্বার তৈয়ব ও আজগর আলী। নির্বাচনে আজগর আলী পরাজিত হন। এই পরাজয়ের কারণেই আজগর আলীর মনে ক্ষোভ সৃষ্টি হয় এবং তৈয়ব মেম্বারের সাথে শত্রুতা বাড়তে থাকে। পরে এই ক্ষোভ থেকেই আজগর আলী তৈয়ব মেম্বারের উপর বেশ কয়েকবার হামলা করেন। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি তৈয়ব মেম্বারের প্রবাসী ভাই ইউসুফ আলীর ওপর হামলা চালানো হয়। তিনি ১০ দিন আইসিউতে থেকে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ১২ জনকে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ১২ ফেব্রুয়ারি ভোর ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইউসুফ। এতে মামলাটি হত্যা মামলায় রুপান্তর হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের র‌্যাব গোয়েন্দা নজরদারি চালায়। র‌্যাব জানতে পারে মামলার এক নম্বর আসামি নগরীর সদরঘাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ