Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে পেশাদার ছিনতাইকারী

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

১২০ কিলোমিটারের সুদীর্ঘ সমদ্র সৈকত কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই শহরে প্রতিবছর দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও হাজার হাজার পর্যটকের আগমন হয়। জানা যায়, এশহরের গুরুত্বপূর্ণ অন্তত ২০টি স্পটে ছিনতাইকারী ও বখাটেদের বিচরণ রয়েছে। এসব ছিনতাইকারী ও বখাটেদের সদস্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশ ও বিদেশ থেকে আসা অসংখ্য পর্যটক প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছে। আনন্দ উপভোগ করতে আসা এসব পর্যটক এখানে এসে হয়ে যাচ্ছে নিঃস্ব। পাশাপাশি বখাটেদের দ্বারা প্রতিনিয়ত শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণ ও ইভটিজিংয়ের শিকার হচ্ছে। স্থানীয় সচেতন মহল তাদের বাধা দিতে সাহস পাচ্ছে না, কারণ তাদের রয়েছে মস্ত বড় সিন্ডিকেট। এভাবে চলতে থাকলে ধ্বংস হয়ে যাবে আমাদের পর্যটন শিল্প। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত এ সমস্যা দূরীকরণে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হোক।

রবিউল আলম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন