Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৬ পিএম

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এসময় ফেনসিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন, ফরিদপুর সদরের কানাইপুর এলাকার জলিল শেখের ছেলে নুর ইসলাম (২০) ও একই জেলার ভাঙ্গার চুমুরদী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. মিঠু (২৬)

শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার শফিকুল ইসলাম গনমাধ্যম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দিনগত গভীর রাতে ফরিদপুরের মাঝকান্দী নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি টিম। এসময় ৬২৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকৃতরা দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার যোগে ফেন্সিডিল সরবরাহ করা ছাড়াও ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

আটকদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ