পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দেশের প্রত্যক নাগরিকের অধিকার আছে সকল জাতীয় সেবা সমানভাবে পাওয়ার। যে কোন প্রকার ডাক, ইন্টারনেট, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন ইত্যাদি সেবা আছে জাতীয় সেবার আওতায়। দেশের সকলে কি সমানভাবে বা প্রয়োজনের ভিত্তিতে পায় এ সেবাগুলো? সিটি করপোরেশন ও পৌরসভার জনগণ এসব সেবা সব চেয়ে বেশি পেয়ে থাকে। অন্যদিকে বঞ্চিত হয় ইউনিয়নগুলো। দেশ এগিয়ে যাচ্ছে। জীবন-যাপন উন্নত হচ্ছে। গ্রামের মানুষও স্বপ্ন দেখছে আধুনিকতার ছোঁয়া পেতে। কিন্তু দেশের নাগরিক হিসেবে যে ন্যূনতম পরিষেবা পাওয়ার কথা, সেই জায়গা থেকে অনেক দূরে আছে গ্রামের মানুষ। তাই, নাগরিক সেবাগুলো যেন দেশের সকলে সমানভাবে পায়, এই বিষয়ে সঠিক ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের নিকট জোরালো আবেদন জানাচ্ছি।
মো. আরিফুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।