বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দর্শনায় অপহরণের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ থেকে আনিকা তাবাসসুম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে অভিযুক্ত সেলিমকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শান্তিনগর এলাকার জালাল শিকদারের ছেলে।
আনিকা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের শুকুর আলীর মেয়ে ও দর্শনা ডি এস ফাজিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা-মা দুজনেই সৌদি প্রবাসী। সে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করত।
দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের দশম শ্রেণী পড়–য়া আনিকা তাবাসসুম ১৪ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে পুলিশ সন্ধান পায় তাকে নিয়ে রাখা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ বন্দর এলাকায়। পরে দর্শনা থানা পুলিশ ২০ ফেব্রুয়ারী রাতে অভিযান চালায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। সেখান থেকে অপহৃত আনিকাকে উদ্ধার করা হয়। আটক করা হয় অপহরণ মামলার প্রধান সেলিম হোসেনকে। এ ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে দর্শনা থানায় একটি অপহরণ মামলা করেছেন। আদালতে ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড হয়েছে। সেই সঙ্গে অপহৃত ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কি না তা নিশ্চিত করতে তার মেডিকেল পরীক্ষা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।