Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার চিনিকল বন্ধ করেনি, আধুনিকায়নের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে - শিল্পমন্ত্রী

আখের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৯:৫২ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকার চিনিকল বন্ধ করেনি। চিনিকল গুলোকে আধুনিকায়নের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিকায়নের করতে গিয়েই কয়েকটি চিনিকল বন্ধ রাখা হয়েছে। বর্তমান সরকার কৃষকের কথা মাথায় রেখেই আখচাষে গুরুত্ব দিচ্ছে। আখের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে শুক্রবার ২০২১-২০২২ অর্থবছরের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা গুলো বলেন।

মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে এদিন বিকাল ৩টায় কেরুজ কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীর চিনি কারখানায় শুধুমাত্র গত মৌসুমেই ৭২ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে দুজন জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে শুধুমাত্র দোয়া মাহফিলের পরপরই ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার আখচাষী নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স থেকে দেশের ১৫টি চিনিকলের কর্মকর্তা ও আখচাষীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী, সচিব ও কর্পোরেশনের চেয়ারম্যান।

উল্লেখ্য, চলতি মাড়াই মৌসুমে কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে ইতিহাসে সর্বনিম্ন মাত্র ৪৪ কার্যদিবসে ৫৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এরমধ্যে চিনিকলের নিজস্ব জমিতে ৯৮৯ একর এবং কৃষকের ৩ হাজার ৬৩৮ একর জমির আখ। যা মাড়াই করে ৭ দশমিক হারে ৩ হাজার ৩৮৯ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবার সম্ভাবনা ক্ষীণ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুয়াডাঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ