Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

এরপরও গান গেয়ে যাবেন রিয়ানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

সঙ্গীত তারকা রিয়ানা জানিয়েছে তার বর্তমান অন্তঃসত্ত্বা অবস্থা এবং আসন্ন মাতৃত্ব তাকে নতুন গান সৃষ্টিতে আটকে রাখবে না। তিনি ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ কে বলেছেন, হ্যাঁ, এরপরও আপনারা আমার কাছ থেকে গান পেতে থাকবেন, মজা করে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এরপর থেকে ঘুমপাড়ানি গাইবেন কীনা, তিনি বলেন, না, ঘুমপাড়ানি গান নয়, এত অপেক্ষার পর ঘুমপাড়ানি গাইলে আমার ভক্তরা আমাকে মেরেই ফেলবে! এক পাপারাতজি তাকে জিজ্ঞাসা করেন, কোনও নতুন গান? কোনও কিছু? তিনি জবাব দেন, শিগগির, শিগগির, শিগগির। ইতোপূর্বে রিয়ানা প্রতিতি দিয়েছিলেন অপেক্ষার মূল্য রাখবেন তিনি। তিনি বলেছিলেন এবার তিনি ভিন্নধর্মী কিছু উপহার দেবেন। ‘রুডবয়’ খ্যাত গায়িকা জানান, তিনি সবসময় ভক্তরা যা দাবি করুক না কেন তিনি নিজে সন্তুষ্ট না হলে তার সৃষ্টি বিমুক্ত করেন না। তিনি বলেন, ‘আমি সবসময়ই নতুন গান নিয়ে কাজ করি। কয়েক বছরের মধ্যে কোনও অ্যালবাম বের না হওয়ার অর্থ এমন নয় যে আমি কাজ করছি না। এমন কাজ করেছি যা অপেক্ষা মান রাখবে।’ ‘আমব্রেলা’খ্যাত গায়িকার প্রথম অ্যালবাম ‘মিউজিক অফ দ্য সান’ ২০০৫ সালে মুক্তি পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়ানা

১৩ আগস্ট, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ