Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগদানের ঘোষণা দিলেন আরিয়ানা গ্রান্ডে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নিজের, তার সঙ্গী এবং বাগদানের বেশ কিছু ছবি প্রকাশ করে গায়িকা আরিয়ানা গ্রান্ডে তার বাগদানের ঘোষণা দিয়েছেন। কয়েকদিন আগে আরিয়ানা তার প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এর সঙ্গে যোগ করেছেন তার বাগদানের আংটির কিছু ক্লোস-আপ ছবি। ক্যাপশনে লিখেছেন : “চিরদিন এবং তারপর আর ও কিছুদিনের জন্য।” আরিয়ানার বাগদত্ত ডাল্টন গোমেজ পেশায় একজন রিয়েল স্টেট এজেন্ট, বিলাসবহুল সম্পত্তি বিক্রি দেখাশোনা করাই তার কাজ। গায়িকার মা টুইটারে এই জুটিকে শুভেচ্ছা জানিয়ে গোমেজকে পরিবারে স্বাগত জানিয়েছেন। পিপল সাময়িকী জানিয়েছে, গোমেজের সঙ্গে এই বছরের শুরু থেকে গ্রান্ডের রোমান্সের সূচনা। গ্রান্ডের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘পজিশন্স’ গত নভেম্বরে মুক্তি পেয়েছে। নেটফ্লিক্স সম্প্রতি তার ‘সুইটেনার’ বিশ্ব সফরের বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রচার শুরু করেছে, এই ভিডিওর নাম রাখা হয়েছে ‘এক্সকিউজ মি, আই লাভ ইউ’। এর আগে আরিয়ানা ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের কাস্ট সদস্য পিট ডেভিডসনের সঙ্গে প্রেম করেছেন, ২০১৮তে তাদের বাগদানও হয়েছিল, সেই বছরের শেষেই তা বাতিল হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরিয়ানা-গ্রান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ