প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন একটি অ্যালবাম রেকর্ড করার চেয়েও মহান আর বড় এক কাজই এখন গায়িকা রিয়ানার মন জুড়ে অবস্থান করছে। ইনস্টাগ্রামে তার ‘ফেন্টি সোশাল ক্লাব’-এর এক লাইভ পার্টিতে তিনি তার ভক্ত আর ফলোয়ারদের জানিয়েছেন তিনি বাড়িতে বসে নতুন কোনও অ্যালবামের কাজ করছেন না। “যদি তোমরা আমাকে আর একবার নতুন অ্যালবাম নিয়ে জিজ্ঞাসা করেছ তো দেখে নিও, তোমাদের প্রেসিডেন্টের মত চেহারা দেখিয়ে ঘুরছি না, দুনিয়াকে রক্ষার চেষ্টা করছি,” লাইভ স্ট্রিমে ৩২ বছর বয়সী গায়িকা বলেন। নতুন অ্যালবামের কথা এড়িয়ে গেলেও তিনি কিছুদিন আগে গ্র্যামি বিজয়ী এই গায়িকা জানিয়েছিলেন ‘তুমুলভাবে নতুন গানের কাজ করছি’। এই সময়টাতে রিয়ানা কোভিড-১৯ দুর্গতদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছেন তার দাদী আর দাদার স্মরণে গঠিত ক্ল্যারা লায়নেল ফাউন্ডেশনের হয়ে তিনি যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বে কোভিড-১৯ দুর্গতদের পুনর্বাসনে ৫ মিলিয়ন ডলার দান করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় ফুড ব্যাংকসমূহ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এবং যুক্তরাষ্ট্রের অসহায় বৃদ্ধদের খাবার সরবরাহ, হাইতি ও মালাউইতে করোনা ভাইরাস পরীক্ষা, গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।