প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রসাধন সামগ্রীতে মাইকা বা অভ্র একটি প্রয়োজনীয় উপাদান। মার্কিন পপ তারকা রিয়ানার মালিকানাধীন ফেন্টি বিউটির পণ্যতে স্বাভাবিকভাবেই এই উপাদান ব্যবহার করা হয়। যেহেতু মাইকার প্রধান উৎস ভারত, ভারতের ওপরই সবাইকে নির্ভর করতে হয়। ঝাড়খন্ডের খনি থেকেই ফেন্টি বিউটি এই মাইকা সংগ্রহ করে থাকে। ঝাড়খন্ডের খনিতে শিশুরা শ্রম দেয় তাই রিয়ানা বিশ্বব্যাপী শিশুশ্রমের সুযোগ কাজে লাগাচ্ছেন এমন অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই উপাদানকে সিয়েরা লিওনের ‘ব্লাড ডায়মন্ড’কে মিলিয়ে ‘ব্লাড মাইকা’ হিসেবে চিহ্নিত করেছে। তাতে নিট মাধ্যমে অভিযোগ উঠেছে রিয়ানার হাতও এই রক্তে রঞ্জিত। প্রিয়া কুলকার্নি সামাজিক মাধ্যমে লিখেছেন : “রিয়ানার ফেন্টি বিউটি ভারতের উৎস থেকে মাইকা সংগ্রহ করছেন যেখানে শিশুদের দিয়ে কাজ করান হয়।” যুক্তরাষ্ট্র থেকে সাইরাস কোয়েন লিখেছেন : “রিয়ানা ভারতের খনি থেকে শিশুদের ওপর নিষ্ঠুরতার মাধ্যমে সংগৃহীত মাইকা নেয়া বন্ধ করুন।” স্পেনের মেয়ে মারি টুইট করেছেন : “ শিশুশ্রম ব্যবহারের অভিযোগে রিয়ানার বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।” সংবাদ মাধ্যমে ফেন্টি বিউটির এই মাইকা সংগ্রহের প্রক্রিয়া প্রকাশ পেলে ভারতের শিশু-অধিকার বিষয়ক সংস্থা এনসিপিসিআর একটি অভিযোগ নিবন্ধন করেছে। ফিলাডেলফিয়া থেকে ফ্রেডি টুইট করেছে : “দেখা যাক এই পানি কোথায় গড়ায়।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।