প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রিন্স চার্লসের উপস্থিতিতে নবঘোষিত প্রজাতন্ত্র বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি গায়িকা রিয়ানাকে (ছবিতে ডানে) জাতীয় বীর (ন্যাশনাল হিরো) ঘোষণা করেছেন। রিয়ানাকে তার আসল নামে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, রবিন রিয়ানা ফেন্টি কাল থেকে বার্বাডোসের জাতীয় বীর হিসেবে বিবেচিত হবেন। আমাদের কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য আপনি আসতে পারেন, মাই ডিয়ার, অ্যাম্বাসেডর রবিন রিয়ানা ফেন্টি, আশা করি আপনি হীরার মত জ্বলতে থাকবেন আর আপনার জাতির জন্য সম্মান বয়ে আনবেন। রিয়ানা বার্বাডোসের সেন্ট মাইকেল প্যারিশে (বিভাগ) জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে একজন সঙ্গীত প্রযোজক তাকে আবিষ্কার করেন। সেই থেকে তার সাফল্য চলতে থাকে, তিনি সফলতম নারী রেকর্ড আর্টিস্টের একজন। তার ২৫ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে। ফেন্টি বিউটি ব্র্যান্ডের মালিক তিনি; সম্প্রতি তিনি বিলিওনেয়ার ঘোষিত হয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অ্যাম্বাসেডর রবিন রিয়ানা ফেন্টি বার্বাডোসের জন্য বিশেষ নজিরের মত অবদান রেখেছেন যা নেতৃত্বের এক উদাহরণ, তার সাফল্য অতুলনীয় তাই বার্বাডোস সরকার তাকে সর্বোচ্চ এই সম্মাননা দিচ্ছে। ৪০০ বছর ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে গত ৩০ নভেম্বর বার্বাডোস স্বাধীনতা পেয়েছে। রানি এলিজাবেথের বদলে তারা প্রেসিডেন্ট সান্ড্রা মেসনকে রাষ্ট্রের প্রধান হিসেবে বরণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।