Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধোলাইখালের শোচনীয় অবস্থা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

পুরান ঢাকার ধোলাইখালের রাস্তা ও ফুটপাতে কেমিক্যালের ড্রামকাটা, পুরনো গাড়ির ভাংগাভাংগি ও টায়ারের ধোয়ামুছা, লোহা-লক্কর বেচাকেনা ইত্যাদির জন্য শুধু পরিবেশ নয়, যানজট ও যানবাহন এবং পথচারীদের যাতায়াত করা দিনদিন দুরূহ হয়ে পড়েছে। তার ওপর ধোলাইখালের রাস্তাগুলো বন্ধ করে ট্র্যাকের অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে, যা জনজীবনে দুর্বিষহ করে তুলেছে। এ ব্যাপারে ডিএমপি’র ডিসি ওয়ারী বিভাগের যথেষ্ট অবহেলা ও উদাসীনতাকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। ধোলাইখালের মতো বাণিজ্যিক এলাকাতে রাস্তার ওপর থানা-পুলিশের নাকের ডগায় অবৈধ ব্যবসা করা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখার সময় এসেছে। পুরনো ঢাকার ধোলাইখালের পরিবেশ সুন্দর করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, জেলা প্রশাসক, ট্রাফিক বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা জনস্বার্থে একান্ত প্রয়োজন রয়েছে বলে আমরা আশা করি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন