Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ জুয়ারী আটক

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধণিরাম জনুদ্দির বাজার এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের জুয়া আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত জুয়ারীরা হলেন উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মৃত: আফছার আলীর ছেলে আকবর আলী (৪১) ও মৃত: নুরল হকের ছেলে আব্দুল গফুর (৫০) পশ্চিম ধণিরাম গ্রামের মৃত: বয়তুল্লার ছেলে বাবুল হোসেন (৫১) ও মৃত: আব্দুল মজিদের ছেলে আব্দুল খালেক (৪১) এবং জোতকৃষ্টহরি গ্রামের উমর আলীর ছেলে ইমাম আলী (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধণিরাম জনুদ্দির বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ৫জুয়ারীকে হাতে নাতে আটক করা হয়। এসময় ২ সেট তাসসহ নগদ ২হাজার ১৫০টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটককৃতদের নামে মাদক মামলা দায়ের করে সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ