নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বছর শেষে কাতারে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘোচানোর লক্ষ্যে, যে বিশ্বকাপে বাকি ২২ জনকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই ২২ জনের মধ্যে থাকার কথা ছিল সের্হিও আগুয়েরোর। প্রিয় বন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটা যে তারও আজন্মলালিত! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাঠে নয়, মাঠের বাইরে থেকেই বিশ্বকাপ দেখতে হবে আগুয়েরোকে। বাইরে থেকেই জানাতে হবে দলকে সমর্থন। হৃদযন্ত্রের সমস্যার কারণে সম্প্রতি হুট করেই অবসর নিতে হয়েছে এই তারকাকে।
কিন্তু তাই বলে বিশ্বকাপের ওই সময়ে একদম অলস বসে থাকতে চাইছেন না ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। যেভাবেই হোক দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন। যে কারণে আগুয়েরো ঘোষণা দিয়েছেন, খেলোয়াড় হিসেবে না হোক, অন্তত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কোচিং দলের একজন সদস্য হয়ে কাতার বিশ্বকাপে অংশ নিতে চান তিনি, ‘রাদিও ১০’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী আগুয়েরো জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমাদের একটা সভা হবে, আমি সেখানে অংশ নিতে চাই। আর্জেন্টিনার কোচিং দলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে আমার। আমি এ ব্যাপারে স্কালোনি ও চিকি তাপিয়ার (বোর্ড সভাপতি) সঙ্গে কথা বলেছি। ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে।’
আগুয়েরো বোঝেন, তিনবার বিশ্বকাপ খেলার পর এবার অন্তত বুট-জার্সি পরে মাঠে নেমে যেতে পারবেন না। তাঁকে দলের সঙ্গে যুক্ত থাকতে হবে ভিন্ন এক উপায়ে, ‘আমি দলের সঙ্গে থাকতে চাই। অনুশীলনে যেতে চাই ছেলেদের সঙ্গে, ওদের উদ্বুদ্ধ করতে চাই।’ তবে সেটা যে শুধু কোচের ভূমিকায়, তা না বলে দিলেও চলছে। আগুয়েরো মনে করেন, এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ভালোই সম্ভাবনা আছে, ‘আমরা যখন কোপা আমেরিকা জিতলাম, আমাদের দল অনেক আত্মবিশ্বাসী ছিল। আমার মনে হয় স্কালোনি কোন দলে খেলাবে, সেটা এর মধ্যেই বের করে ফেলেছে, যা এমন নকআউটভিত্তিক প্রতিযোগিতায় আমাদের সম্ভাবনা একটু হলেও বাড়িয়ে দিচ্ছে। নকআউট পর্বে যাওয়ার আগে আপনি তিনটা ম্যাচ পাচ্ছেন। খেলোয়াড় ও কোচ হিসেবে এই টুর্নামেন্টে স্কালোনির অভিজ্ঞতা আছে, যা খেলোয়াড়দের প্রভাবিত করতে পারবে। আমরা বেশ ভালো অবস্থায় আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।