Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৩ পিএম

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. আনন্দ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আনন্দ হোসেন মাদক মামলায় একজন ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আনন্দ হোসেন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওসমান আলীর বাড়ির মৃত আবুল কালামের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চৌমুহনী চৌরাস্তা এলাকার নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের জিআর- ১৬৭১/১৬, ২০১৫সালের সোনাইমুড়ী থানার মামলা নং-০৮, ধারা- ১৯৯০ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. আনন্দ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি এবং সিএমপি এর কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সোনাইমুড়ী থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ