Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আর্থিক প্রতারণার শিকার সানি লিওন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২৪ এএম

পারমানেন্ট একাউন্ট নাম্বার বা প্যান কার্ড ব্যবহার করে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন সানি লিওন। বিষয়টি টুইট করে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এই বলিউড অভিনেত্রীর অভিযোগ, তার প্যান কার্ড ব্যবহার করে আর্থিক জালিয়াতি করা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে টুইট করে সানি লিওন বলেন, তার কার্ড ব্যবহার করে করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি। তবে রহস্যজনকভাবে কিছুক্ষণ পরই টুইটটি মুছে দেন তিনি। কী ঘটনা সেটা পরিষ্কার হয় আরো পরে।

জানা যায়, সানি লিওনের ঘটনা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। তাদের সাহায্যে সমস্যার সমাধান মিলতেই আগের পোস্টটি মুছে দেন সানি।

এ প্রসঙ্গে পরে আরেকটি টুইট করে তিনি লেখেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একই ভাবে সাহায্য করবেন। ’

২০১২ সালে ‘জিমস ২’ দিয়ে বলিউড অভিষেক হয় সানির। এরপর তাকে দেখা গেছে ‘রাগিনি এমএমএস২’ ‘এক পেহলি লীলা’ ইত্যাদি সিনেমাতে। সম্প্রীতি সানি লিওনকে বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। গানের নাম ‘দুষ্টু পোলাপাইন’। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ঐশী। আইটেম ঘরানার গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সানি লিওন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ