পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্য গোপন করায় আসার অনুমতি না মিললেও সানি লিওন বাংলাদেশে এসেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে সানি লিওন নিজেই এই খবর দিয়েছেন। সেই ছবিতে দেখা যায়, সানি লিওন ঢাকার বিমানবন্দরে। খুবই উচ্ছ¡সিত তিনি। তার পেছনে লেখা, ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে আমি খুব খুশি!’
তবে সানি একা নন, সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। ঢাকায় নামার পর তারা গেছেন গান বাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। তারা তিনজনে সেলফিও তুলেছেন। সেটি শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।
এর আগে গত বৃহস্পতিবার সানি লিওনের বাংলাদেশে আসার ভিসা আবেদন বাতিল করে তথ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ নামে একটি সিনেমার কাজের জন্য বাংলাদেশে আসার কথা সানিসহ মোট ১১ জন ভারতীয় শিল্পীর। সেখানে ১০ জনকে ভিসা দিলেও সানির ভিসা মেলেনি।
ওই বিবৃতি পত্রে সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ওয়েভার। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কথা ছিল, ১১ জন শিল্পী বাংলাদেশে এসে নির্দিষ্ট শর্ত মেনে শুটিং করতে পারবেন। কিন্তু সানি ছাড়া বাকি ১০ জনকে ভিসা দেওয়া হয়েছে।
এেিদক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে কারানজিত কৌর নামে দেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদশে প্রবেশ করতে দেওয়া হলেও তিনি শুটিং করতে মানা রয়েছে বলে জানান তিনি।
এর আগে ২০১৫ সালে একবার সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সে সময় তার আসার খবরে ফুঁসে ওঠে কয়েকটি ইসলামিক সংগঠন। সানির বাংলাদেশ সফর রুখতে রাস্তায় নামেন তারা। সে সময় ইসলামিক সংগঠনগুলোর দাবির মুখে বাতিল করা হয়েছিল সানির বাংলাদেশ সফর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।