প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিণ ভারতের একটি চলচ্চিত্রে পুরাণোক্ত এক রাজকন্যার ভূমিকায় অভিনয় করছেন সাবেক প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রের তারকা এবং বলিউড অভিনেত্রী সানি লিওনি। আর তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশে করেছে রকশানা বেদিক যুব সেনে নামে একটি সংগঠন। চলচ্চিত্রটিকে উপলক্ষ করে একটি অনুষ্ঠান বাধাগ্রস্ত করার জন্য সংগঠনের সদস্যরা ২০০ টিকিট কিনে নেয়। এই অনুষ্ঠানে সানির বীরা মহাদেবী নামে পুরাণোক্ত চরিত্রে অভিনয় করার ঘোষণা দেয়ার কথা ছিল। আয়োজকরা জানিয়েছে তাদের অনুষ্ঠানস্থল একেবারে নিরাপদ। বিক্ষুব্ধ সংগঠনের সদস্যরা বলেছে, ইতিহাসের এই চরিত্রে সানির অভিনয় অবমাননাকর। কয়েকদিন আগে একই দলের সদস্যরা রাজপথে সানির কুশপুত্তলিকা দাহ করে। তারা দাবী করে বহু-ভাষাভিত্তিক ‘বীরামহাদেবী’ চলচ্চিত্র থেকে সানি নিজের ইচ্ছায় সরে যেতে পারেন। ১০০ কোটি রুপি বাজেটে এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করছেন ভিসি বাদিবুদাইয়াঁ। সংগঠন জানায় তারা তাদের প্রতিবাদকে ‘পদ্মাবত’ ফিল্মের বিরুদ্ধে যেমনটি করা হয়েছিল তার রূপ দেবে। পুলিশ অনুষ্ঠানস্থলে ৩০০ পুলিশ মোতায়েন করে, আয়োজকরাও ১০০জন বাউন্সার নিয়োগ করে। আয়োজকরা জানায় সংগঠনের সদস্যদের কাছে কোনও টিকিট বিক্রি করা হয়নি; তারা গুজব ছড়াচ্ছে। সংগঠনের তরফ থেকে পরে বলা হয় তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।