Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘সহি পাকড়ে হ্যায়’ সংলাপে সানি লিওনির আপত্তি

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

একক কোনও পর্বে নয় ‘ভাবীজি ঘর পার হ্যায়’ কমেডি সিরিজের পুরো এক সপ্তাহের জন্য শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী সানি লিওনি। অন্তত এক সপ্তাহের জন্য আনিতা (সৌম্য ট্যান্ডন) আর আঙ্গুরি (শুভাঙ্গী আত্রে) প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
সূত্র জানিয়েছে শুটিংয়ের এক পর্যায়ে সানি নির্মাতাদের এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন একসময়। সিরিজের দর্শকরা আঙ্গুরি ভাবীর বিখ্যাত সংলাপ ‘সহি পাকড়ে হ্যায়’-এর সঙ্গে পরিচিত। সানিকে এই সংলাপটি বলবার জন্য বলা হলে তিনি তা বলতে অস্বীকৃতি জানান এবং পুরো এক ঘণ্টা শুটিং বন্ধ রাখেন। তিনি কারণ হিসেবে উল্লেখ করেন দর্শকরা এর দ্বৈত অর্থ করতে পারে। উল্লেখ্য এই কথাটির অর্থ-‘ঠিক ধরেছেন’। শেষ পর্যন্ত ক্রিয়েটিভ টিম তাকে বোঝাতে সক্ষম হয় সংলাপটির কোন অন্তর্নিহিত অর্থ নেই। শেষ পর্যন্ত সানি আর আপত্তি করেননি।
সানি তার স্বভ‚মিকায় অভিনয় করেছেন যে তার পরবর্তী নায়কের খোঁজে আছে। সে বিভ‚তিকে (আসিফ শেখ) শেষ পর্যন্ত নির্বাচন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সহি পাকড়ে হ্যায়’ সংলাপে সানি লিওনির আপত্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ