Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল ফাইনালে কুমিল্লার জয়

আনন্দে উন্মাতাল কুমিল্লা শহর

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০০ পিএম | আপডেট : ১০:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

বিপিএলে জয়ের আনন্দে উন্মাতাল কুমিল্লা। নেচে গেয়ে সমর্থকরা মাতিয়ে তোলেছেন কুমিল্লার পুরো শহর। অন্য সব রাতের তুলনায় রাতটা একটু আলাদা ছিল কুমিল্লা সমর্থকদের জন্য। কেননা শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল খেলা। প্রতিপক্ষ শক্তিশালী ফরচুন বরিশাল এর বিরুদ্ধে বিশাল জয়ে কুমিল্লার পুরো শহরেই জুড়ে ক্রিকেট ভক্তদের হৈই হুল্লোড়। মনে হচ্ছে আবেগের আত্মহারা হলেতো আর দোষ দেয়া যায়না এই ক্রিকেট পাগল মানুষগুলোকে। উচ্ছ্বাসে-উদ্দীপনায় উন্মাতাল অগণিত ক্রিকেটামোদি পথে নেমেছিল শুক্রবার সন্ধ্যা থেকেই। বসন্তের দমকা বাতাসের মতোই তরুণের দল পতাকা উড়িয়ে ছুটেছে কুমিল্লা শহরের প্রানকেন্দ্র কুমিল্লার কান্দিরপাড়ের পথে। তুমুল হর্ষধ্বনি, ভুভুজেলার পোঁপোঁ, ঢোলের বোল, গাড়ির হর্ন ও গানের সুর মিলিয়ে শব্দব্রহ্মর বিকট নিনাদে কুমিল্লা শহর মুখর। বিশেষত সারা কুমিল্লা পরিণত হয়েছিল ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোউৎসবের কেন্দ্রবিন্দুতে।
মাথায় জাতীয় পতাকার ব্যান্ডবাঁধা, মুখে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, হাতে লাল-সবুজ পতাকা। দু-তিনজন করে একেকটি মোটরসাইকেলে। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে দেখা গেল, কয়েক ডজন মোটরসাইকেল তীব্র শব্দে হর্ন বাজিয়ে চক্কর দিচ্ছে রঙিন আলোয় ভেসে যাওয়া শহরের পথে পথে। ‘আহা, এ কী আনন্দ আকাশে বাতাসে’। তাঁদেরই একজনের প্রতিক্রিয়া, ‘২০ বছরের ঈদের আনন্দের সমান আনন্দ পাইতাছি।’ তাই ক্রিকেট প্রেমীরা আর ঘরে বসে থাকা যায়না। সবাই মিলে কুমিল্লার শহরের প্রাণকেন্দ্র কান্দিপাড়ে এসে জড়ো হয় হাজারো মানুষ। শহরের আনাচে কানাচে বড় পর্দায় বিপিএল এর ফাইনাল খেলা দেখেছেন। ম্যাচ শেষে নেচে গেয়ে উদযাপন করেছেন কুমিল্লার ক্রিকেট প্রেমীরা। এক সমর্থক বলেন, 'আমরা খুব খুশি। আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ