মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিজাব বিতর্কের মধ্যেই গতকাল থেকে খুলেছে কর্ণাটকের স্কুলগুলো। আর প্রথম দিনেই হিজাব পরে আসায় স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল বেশ কিছু শিক্ষার্থীকে। এ ঘটনায় একাধিক স্কুলে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি স্কুলের ভিডিও। যেখানে দেখা গেছে, হিজাব পরে আসায় স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, কর্ণাটক হাই কোর্টের নির্দেশ- কোনোরকম ধর্মীয় পোশাক পরে স্কুলে আসা যাবে না। সেই নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে।
গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় রাজ্যের বিভিন্ন স্কুল পুরনো চিত্র দেখা যায়। তার মধ্যেই মান্দ্য জেলার একটি সরকারি স্কুলে হিজাব পরা নিয়ে শিক্ষিকা ও অভিভাবকদের বচসা ঘটনা সামনে আসে। সংবাদ সংস্থার ভিডিওতে দেখা যায়, এক শিক্ষিকা এক ছাত্রীকে বলছেন, আগে ওটা (হিজাব) খোলো। এসময় এক শিক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবকের সঙ্গে বচসা হয় এক শিক্ষিকার। এর মধ্যে হিজাব পরা আরেক শিক্ষার্থীকে দেখা যায়। যে স্কুলে ঢোকার জন্য হিজাব খুলে ফেলতে বাধ্য হয়।
পরে সংবাদ সংস্থাকে এক অভিভাবক অভিযোগ করেন, ‘আমরা শিক্ষিকাদের অনুরোধ করছিলাম, অন্তত ক্লাসরুমে পৌঁছনো অবধি হিজাব পরে থাকতে দেওয়া হোক, তারপর নাহয় খুলে ফেলবে। কিন্তু ওনারা ঢুকতেও দিচ্ছেন না’।
কর্নাটকের উদুপির একটি সরকারি স্কুলের এক নবম শ্রেণির ছাত্রী জানিয়েছেন, হিজাব খুললে তবেই ক্লাসে বসতে দেওয়া হচ্ছে। অন্যদিকে, শিবমোগাতেও ১৩ জন ছাত্রীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে। দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থী এবং অষ্টম ও নবম শ্রেণির যথাক্রমে এক ও দু’জন শিক্ষার্থী হিজাব খুলতে না চাওয়ায় তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।
ওই স্কুলের প্রিন্সিপাল বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকেরা বোরকা খুলতে বলায় কোনোরকম প্রতিবাদ না করলেও, হিজাব খোলার বিষয় আপত্তি করেন। আমরা ওঁদের বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওঁরা সেই অনুরোধ মানতে চাননি। তাই ওই শিক্ষার্থীদের ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে’। সূত্র : জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।