Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওযার। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অতিরিক্ত ভর্তি ফি’র কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি শিক্ষার্থী প্রতি ১২/১৩ হাজার টাকা, যা একজন দরিদ্র অভিভাবকের পক্ষে জোগাড় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সম্প্রতি একটি পত্রিকায় দেখলাম, একজন দরিদ্র অভিভাবক তাঁর কন্যার ভর্তি পরীক্ষা ও ভর্তি ফি’র টাকা জোগাড় করার জন্য তাঁদের শেষ সম্বল একটি আদরের গরু বিক্রি করে দিয়েছেন। যা অত্যন্ত হৃদয়-বিদারক বটে! সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কোনো অবস্থাতেই ৫/৬ হাজার টাকার বেশি হওয়া কাম্য নয়। সুতরাং, সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমিয়ে সবার সাধ্যের মধ্যে নির্ধারণ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

মো. মোশতাক মেহেদী
সোনার তরী, হাউজিং এস্টেট, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন