Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসবা হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটারকে আক্রমণ, গ্রেপ্তার- ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৯ পিএম

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুলতানা রাজিয়া নামে এক অফিস সহকারীকে তাৎক্ষণিক বদলী করায় ক্ষিপ্ত হয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) হাসপাতালে তান্ডব চালিয়েছে সুলতানা রাজিয়া ও তার স্বামী মোজাম্মেল হক। তারা হাসপাতালে আক্রমণ চালিয়ে কোষাধ্যক্ষ বিল্লাল হোসেনের হাত ভেঙ্গে দিয়েছে। তান্ডবকারী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুলতানা রাজিয়া দম্পতির ভয়ে আতংকে ছিল চিকিৎসক ও কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সুলতানা রাজিয়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রশাসনিক কারণে কক্সবাজারের রামু উপজেলায় তাৎক্ষণিক বদলী করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে তাকে কর্মস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক বদলীর খবর শুনে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিার রাতে হাসপাতালের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেনকে রাজিয়া সুলতানা ও স্বামী মোজাম্মেল হক পিটিয়ে হাত ভেঙে দেয়। কোষাধ্যক্ষকে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সুলতানা রাজিয়ার স্বামী মোজাম্মেল হক কসবা উপজেলার মেহারী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী। তাকেও বেশ কয়েক মাস আগে চাদঁপুর জেলা সদরে বদলী করা হয়েছিল। তিনিও যোগদান করেননি বলে জানা যায়।
শনিবার সকালে বিল্লাল হোসেন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পালকে বিষয়টি অবহিত করে ছুটি নিতে আসলে রাজিয়া ও তার স্বামী মোজাম্মেল হকসহ পরিবারের অন্য লোকজন এসে আবারও বিল্লালের উপর আক্রমণ চালায়। এ সময় লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করে হাসপাতালে তান্ডব লিলা চালায় রাজিয়া দম্পতি। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও মারধোরের জন্য তেড়ে আসে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। খবর পেয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুলতানা রাজিয়ার স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করে।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পাল বলেন, অফিস সহকারী সুলতানা রাাজিয়াকে কক্সবাজারের রামু উপজেলায় বদলী করা হয়েছে। তার ধারণা এতে হাসপাতালের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন জড়িত। সুলতানা রাজিয়ার স্বামী তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। চিকিৎসাধীন বিল্লাল হোসেনের উপর আবারও আক্রমণ চালায় সুলতানা রাজিয়া দম্পত্তি। আমরাও একটি সাধারণ ডাইরী করবো।
কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, হাসপাতালের কোষাধ্যক্ষের হাত ভেঙে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মোজাম্মেল হক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। হাসপাতালে লাঠি দিয়ে আক্রমণ করার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ