বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকে আটক করছে র্যাব। এ সময় ওই নেতার তিন সহযেীকে আটক করা হয়। আটককৃতদের বুধবার (৯ ফেব্র“য়ারী) আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, র্যাব-১৩ রংপুর এর একটি টিম মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি এমএ মতিন কারীগরি কলেজের মাঠে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উলিপুর মুক্তিযুদ্ধ মঞ্চ পৌর কমিটির যুগ্ম আহবায়ক তৌফিক আলম (২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মঞ্জু মিয়ার ছেলে রাকিবুল হাসান হৃদয় (২১), রামদাস ধনিরাম এলাকার এনামূল হকের ছেলে এবিএম সাঈদ (২০) ও সবুজপাড়া এলাকার নুর হক সরকারের ছেলে জীবন সরকার জাহিদ (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। এরপর বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ওসমান গণি সরদার রতন জানান, আমাদের জানামতে তৌফিক আলম মাদকের সাথে জড়িত নয়। সে পরিস্থিতির শিকার। যেহেতু তাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক আটক করেছে। অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।