Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জায়েদ বা নিপুণ সাধারণ সম্পাদক হলে আমার কোনো লাভ-ক্ষতি নেই -ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে এখন জায়েদ খান ও নিপুণ আদালতে লড়াই করছেন। জায়েদ খান ভোটে জয়ী হলেও সমিতির আপিল বোর্ড নিপুণের অভিযোগের ভিত্তিতে তার প্রর্থীতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে। এ নিয়ে জায়েদ খান গত সোমবার উচ্চ আদালতে যান। আদালত জায়েদ খানের পক্ষে রায় দেন। গতকাল নিপুণ রায়ের বিরুদ্ধে আপিল করেন। এ নিয়ে এখন আইনি লড়াই চলছে। এ প্রেক্ষিতে, সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কাঞ্চন হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যত কম কথা বলা যায়, তত ভালো। আমার বলার কিছু নেই। যে পদটি নিয়ে জল ঘোলা হচ্ছে, সেই পদ আমার না। আমি তাদের ব্যাপারে নাক গলাতে চাই না। তারা আমার কথা শুনবেনও না। ব্যাপারটা এখন উচ্চ আদালতে গড়িয়েছে। আদালতই রায় দেবেন। ইলিয়াস কাঞ্চন বলেন, আজকে একটা শুনছি, কাল হয়তো আরেকটা শুনব। এসব কী হচ্ছে, বুঝতে পারছি না। আগে থেকে মন্তব্য করে দোষী হতে চাই না। তিনি বলেন, জায়েদ সাধারণ স¤পাদক হলেও আমার লাভ নেই, নিপুণ হলেও ক্ষতি নেই। সত্যি বলতে, আমি কেন, আরো সিনিয়র শিল্পী এসেও যদি কিছু বলে তারা দুজন হয়তো শুনবে না। শোনার মতো হলে বিষয়টি এত দূর গড়াত না।



 

Show all comments
  • রায়হান ইসলাম ৯ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৫ এএম says : 0
    খারাপ বলেননি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলিয়াস কাঞ্চন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ