Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাবের বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রবক্তা চিত্রনায়ক-সমাজসেবক একুশেপদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখারজন্য ‘ট্রাব অ্যাওয়ার্ড-২০২১’ এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন। আজ ঢাকা ক্লাবে ‘টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’-এর পুরস্কার অনুষ্ঠানে তাকে এই সম্মাননায় ভূষিত করা হবে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যি বলতে কী সম্মাননা পাবার আশায় কিন্তু আমি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি না। আমি মনে করি, একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন পরে হলেও নিরাপদ সড়ক চাই জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। এটা আমার অনেকদিনের শ্রমের অর্জন। তবে পুরস্কারপ্রাপ্তির কথা আসলে মন ভীষণ খারাপ হয়ে যায়। কারণ, আমার এমন অনেক সিনেমা রয়েছে যেসব সিনেমা দিয়ে আমার বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার সম্ভাবনা ছিলো। কিন্তু আমি পাইনি। কেন পাইনি তাও জানিনা। শ্রদ্ধেয় সুভাষ দত্তের বসুন্ধরা’ সিনেমাটি যখন মুক্তি পেলো, সবাই আমাকে সত্যিকারের পেইন্টারই মনে করেছিলেন। কিন্তু আমাকে পুরস্কার দেয়া হয়নি। আমি ট্রাবের সভাপতি সালাম মাহমুদকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আমাকে স্বশরীরে এসে নিমন্ত্রণ করে গেছেন। আমি চেষ্টা করবো অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করার-ইনশাআল্লাহ।’ এদিকে ইলিয়াস কাঞ্চন এরইমধ্যে শেষ করেছেন ‘নয়া দরবেশ’ নামের একটি কাজ। এটি নির্মাণ করেছেন শাহ আলম নূর। এতে কাজ করে ভীষণ তৃপ্ত তিনি। ইলিয়াস কাঞ্চন জানান পাবনার পাড় ঘোড়াদহ’তে জাহানারা কাঞ্চন উচ্চবিদ্যালয়টিকে তিনি কলেজে রূপান্তর করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলিয়াস কাঞ্চন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ