প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিল্পী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। গত শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে মিশা সওদাগরের সাথে দেখা হয়। তাকে এই প্রতিবেদক প্রশ্ন করেন, আপনার দৃষ্টিতে ইলিয়াস কাঞ্চন কেমন প্রার্থী? এ প্রশ্নের উত্তরে মিশা সওদাগর তাৎক্ষণিক এবং অকপটে উত্তর দিয়ে বলেন, কাঞ্চন ভাই আমার আগে সুপারস্টার। আমার অনেক সিনিয়র। অভিনয়ের দিক থেকে তিনি অত্যন্ত জনপ্রিয়। চলচ্চিত্র ব্যক্তিত্ব। তিনি ৩৩ বছর আগে ১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার পরে আমি সমিতির নেতৃত্বে আসি। তবে এ দিক থেকে অভিজ্ঞতায় তিনি আমার চেয়ে পিছিয়ে আছেন। তার অভিজ্ঞতা দুই বছরের, আর আমার অভিজ্ঞতা প্রায় ১৭ বছরের। তার মানে এই নয়, তিনি নেতৃত্ব দিতে পারবেন না। অন্যদিকে, আমি এই ১৭ বছরে সমিতির সদস্যদের কাছ থেকে দেখেছি। তাদের সুখে-দুঃখে পাশে থাকতে চেষ্টা করেছি। পরিবারের একজন সদস্যর মতো তাদের খোঁজ-খবর নিয়েছি। ফলে ১৭ বছরে সদস্যদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। কাঞ্চন ভাই নেতৃত্বে এলে আমার ১৭ বছরের অভিজ্ঞতাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। এ এক দীর্ঘপথ। এ পথ পাড়ি দিয়ে অতিক্রম করা যে কারো পক্ষে কঠিন তো বটে! নির্বাচনে হার-জিৎ আছে। তবে আমি আমার সদস্যদের সাথে সব সময় ছিলাম, আছি, থাকব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।