Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সিনেমা আমদানির পক্ষে মত দিলেন সোহান ও ইলিয়াস কাঞ্চন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০১ এএম

দীর্ঘদিন ধরেই সিনেমা হল বাঁচিয়ে রাখতে হল মালিক সমিতি ভারতীয় সিনেমা চালানোর সুযোগ দেয়ার দাবী জানিয়ে আসছে। এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেও ভারতীয় সিনেমা আমদানি করে চালানোর দাবী জানিয়েছে। তবে তাদের এ দাবী চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো সবসময়ই বিরোধিতা করে আসছে। দেশীয় সিনেমা ধ্বংস হয়ে যাবে বলে তারা অভিমত প্রকাশ করেছেন। তবে এবার হল মালিক সমতির দাবীর সাথে একমত পোষণ করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সোহানুর রহমান সোহান বলেন, আমরা সবাই মিলে চাচ্ছি ভারতীয় সিনেমা আসুক। সিনেমার সঙ্গে জড়িত সংগঠনগুলো চাচ্ছে ভারতীয় সিনেমা আসুক। সেই পরিবেশ আমরা তৈরি করে দিতে চাই, তা নাহলে দর্শক সিনেমা হলে আসবে না। তারা অনভ্যস্ত হয়ে পড়বে। তিনি জানান, শুধু পরিচালক সমিতিই নয়, চলচ্চিত্র পরিবারের সকল সংগঠন এখন চাইছে, ভারতীয় সিনেমা আসুক। সংগঠনগুলো একসাথে বসে এ সিদ্ধান্ত নিয়েছে। সোহান জানান, সবকিছু বিচার-বিশ্লেষণ করে আগামী দুই-তিন বছরের জন্য আমাদের দেশে ভারতীয় সিনেমা চালানো হোক। তবে নিয়ম হতে হবে বছরে ১০টির বেশি ভারতীয় সিনেমা যেন আমদানি করা না হয়। ইতোমধ্যে আমরা তথ্য মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছি। ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সিনেমার সংখ্যা বাড়াতে পারিনি। তাই ভারতীয় সিনেমা আমদানির প্রস্তাবনা দেয়া হয়েছে। একটা সময় বেঁধে দিয়ে আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। সিনেমা আমদানির মাধ্যমে যদি বন্ধ সিনেমা হল খুলতে পারি, তাহলে এর মাধ্যমে বেনিফিট হতে পারে বলে মনে করি। তিনি বলেন, সরকার সবকিছু করে দেবে না। যদি আমরা সবাই এক সুরে কথা বলি, তাহলে সরকার কিছু করবে। সেজন্য সবাইকে এক হতে হবে। সিনেমা হলগুলো চালু না রাখলে ব্যবসা হবে না। আর ব্যবসা না করলে প্রযোজক আরেকটা সিনেমা বানাতে পারবেন না। একটি সিনেমা বানাতে অনেক টাকা লগ্নি করতে হয়। আমি সেই সিনেমায় কাজ করলাম কিনা, সেটা বড় কথা না। আমি চাই, বেশি বেশি সিনেমা নির্মিত হোক। শিল্পীরা যেন কাজ করতে পারেন, সেই চেষ্টা আমি করে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় সিনেমা আমদানির পক্ষে মত দিলেন সোহান ও ইলিয়াস কাঞ্চন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ