মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের ১২৯টি দেশে জরিপ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, ৯২ শতাংশ দেশেই স্বাভাবিক টিকাদান কার্যক্রমের মত মৌলিক স্বাস্থ্যসেবা এবং এইডসের মত রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মহামারীর কারণে। ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর সময়ে চালানো ওই সমীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরে ডবিøউএইচও। সেখানে বলা যায়, এসব দেশে স্বাভাবিক স্বাস্থ্যসেবার কার্যক্রমগুলো মহামারির কারণে ‘মারাত্মক বিঘিœত’ হয়েছে। ২০২১ সালের শুরুর দিকে চালানো আগের সমীক্ষার সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে, কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হয়েছে খুব সামান্য, কোথাও আবার একদমই উন্নতি হয়নি। ডব্লিউএইচও বলেছে, এই সমীক্ষার ফল স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় সংকটগুলো মোকাবেলা, স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বহাল ও কোভিড-১৯ মহামারীর প্রভাব সামলানোর জন্য জরুরি উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেছে। এবারের সমীক্ষায় দেখা গেছে, ৩৬ শতাংশ দেশে অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের সেবাসহ জরুরি স্বাস্থ্যসেবার মানের অবনতি হয়েছে। ২০২১ সালের শুরুর সমীক্ষায় এরকম দেশের হার ছিল ২৯ শতাংশ। আর ২০২০ সালে চালানো প্রথম সমীক্ষায় ছিল ২১ শতাংশ। সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, কোমর ও হাঁটু পরিবর্তনের মত অস্ত্রোপচার বিঘিœত হচ্ছে ৫৯ শতাংশ দেশে। সমীক্ষার প্রায় অর্ধেক দেশে পুনর্বাসন সেবা ও প্যালিয়াটিভ কেয়ারের মত সেবায় শ‚ন্যতা তৈরি হয়েছে। ডবিøউএইচও বলছে, মহামারী শুরুর আগে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্বলতাগুলো ছিল, সেগুলোও পরিস্থিতির এতটা অবনতির পেছনে ভ‚মিকা রেখেছে। আবার মহামারীর কারণে অনেক সেবার জন্য মানুষ হাসপাতালে কম যাচ্ছে, সেটাও একটি বিষয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।