নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : একই দেশে দু’টি জনপ্রিয় খেলার এ যেন আয়নার বিপরীত প্রতিবিম্ব। ক্রিকেটে যেখানে একটি টিকিটের আশায় ঘামে ভিজে, বৃষ্টিতে নেয়ে, শীতে কেঁপে, রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন দর্শক, ঠিক সেই দেশেই একসময়ের জনপ্রিয় খেলা ফুটবলে দর্শকের হাহাকার নিত্যসঙ্গী। দর্শকের জন্য লটারির ব্যবস্থা করেও দর্শক স্টেডিয়ামে আসে না। দেশের ফুটবলের মান এতটাই নিচে নেমেছে যে, বিনামূল্যে টিকিটের সাথে মোটরসাইকেল আর মোবাইলের মতো দামি পুরস্কারের ঘোষণাতেও দর্শকরা খেলা দেখতে চায় না। গতকাল ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবলের ঐতিহ্যবাহী চার দলÑ ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। অথচ এই তারকায় ঠাসা এই ম্যাচগুলো দেখতে সাকুল্যে দর্শক হয়েছিল শ’তিনেক! অথচ একটা সময় ছিল খেলা বিকাল ৫টায় হলেও দুপুর ১২টার সময় দর্শক স্টেডিয়ামে আসত। বিকাল ৪টার মধ্যে দশৃকপূর্ণ হয়ে যেত স্টেডিয়ামের গ্যালারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।