Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে তিন লাখ ইয়াবা উদ্ধার, আটক-১

সিএনজি জব্দ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২৮ এএম

সদরের ঈদগাঁওতে অভিযান চালিয়ে হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তার হেফাজতে থাকা পৌনে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনের ব্যবহৃত একটি সিএনজিটি জব্দ করা হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল অনুমান সাড়ে পাঁচ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের জনৈক হাসানের বসত বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হাসান (৫৪) স্থানীয় চাঁদ মিয়ার ছেলে।

এ নিয়ে সন্ধ্যা সাতটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, একটি চক্র ইয়াবার একটি চালান ঈদগাঁও এলাকায় মজুদ রেখেছে। এমন সংবাদ ছিল আমাদের কাছে। রবিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হাসানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বসত ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে। এসময় তার সহযোগি অনেকে পালিয়ে যায়।

এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (কক্সবাজার থ-১১-৯৮২৬) জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ