নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা ও কুমিল্লার ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে। শুক্রবার বিপিএলের চলতি আসরের দশম দিন একটি বলও মাঠে গড়ায়নি। দুপুর থেকে টানা বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি কোনো ম্যাচে।
দুপুরে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স ম্যাচের পর রাতে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচও পরিত্যক্ত হয়। রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা-কুমিল্লা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে দুই ম্যাচের চার দলকেই। ফলে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিবের বরিশাল সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।
মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সিলেট ছয় ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে সবার নিচে। এছাড়া মুশফিকের ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে খুলনা। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম।
ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শেষে বিপিএল এখন চলে যাবে সিলেটে। সেখানে আগামী ৭,৮ ও ৯ নভেম্বর টানা তিনদিন বিপিএলের খেলা অনুষ্ঠিত হবে। এরপর আবারও মিরপুরে চলে আসবে বিপিএল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।